Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ হাবিবুল হাসান প্রধানমন্ত্রীর সহায়তা চান

আহমেদ জামান শিমুল
১২ এপ্রিল ২০২১ ১৫:১৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৫:১৫

নাট্যকার ও অভিনেতা হাবিবুল হাসান গুরুত্বর অসুস্থ। একই সময়ে হাতে কাজ না থাকায় তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। তার চিকিৎসা ও ঋণমুক্ত হতে ২০ লাখ টাকা সহায়তা দরকার। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চান।

তিনি বলেন, ‘বছর খানেকের মত হয়েছে আমি ঠিকঠাক হাঁটতে পারছি না। হাঁটতে গেলেই পড়ে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছি। তিনি বলেছেন আমার পা ভালো হওয়ার জন্য নিয়মিত ওষুধ ও দীর্ঘমেয়াদী বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক বছর লাগবে। এর জন্য আমার ১০ লাখ টাকা আর্থিক সহায়তা লাগবে।’

বিজ্ঞাপন

হাবিবুল হাসান জানান, করোনার কারণে দীর্ঘদিন হাতে কোন কাজ নেই। যার কারণে পূর্বের সঞ্চয় ভেঙ্গে তাকে জীবন যাপন করতে হচ্ছে। কিছু ঋণও করতে হয়েছে। পূর্বের আর বর্তমান ঋণ মিলিয়ে এ অংক ১০ লাখের মত।

তিনি বলেন, সবমিলিয়ে আমি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এবং ঋণমুক্ত হতে আমার ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রয়োজন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গত বছর একবার আবেদন করেছিলাম জি এম সৈকতের মাধ্যমে। কিন্তু তখন নাকি আবেদনই জমা পড়েনি। তাই এবার আবার দিয়েছি যা গত ৪ এপ্রিল জমা হয়েছে। আশা করছি শিল্প-সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রী আমার আবেদনটি বিবেচনায় নিবেন। এছাড়া আমার আসলে যাওয়ার জায়গা নেই।

হাবিবুল হাসান ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নাটক রচনা, পরিচালনা, অভিনয় ও নাট্যকর্মী হিসেবে দীর্ঘদিন মঞ্চে কাজ করছেন। একই সঙ্গে তিনি বিটিভি’র একজন ‘উচ্চমান’ গ্রেডের লেখক। তিনি এখন পর্যন্ত ৫০টি নাটক রচনা করেছেন। এছাড়া চলচ্চিত্রের চিত্রনাট্যও করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬ টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

প্রধানমন্ত্রীর সহায়তা হাবিবুল হাসান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর