Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলার শিকার শ্রাবন্তী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ এপ্রিল ২০২১ ১৫:২৬

কলকাতায় চলছে বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। নির্বাচনী প্রচারণায় বিনা অনুমতি রোড শো করায় মামলার শিকার হলেন জনপ্রিয় এ অভিনেত্রী।

পর্ণশ্রী থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ছিল প্রচারের শেষ দিন। এদিন শ্রাবন্তীর সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

বিজ্ঞাপন

পরে কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানায় বিক্ষোভ করেন শ্রাবন্তী। তারপর অনুমতি ছাড়াই রোড শো করেন এই অভিনেত্রী। এ কারণে পর্ণশ্রী থানায় শ্রাবন্তীর নামে মামলা দায়ের করা হয়। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ‌্যে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনও পাঠিয়েছে পুলিশ।

বেহালা পশ্চিম আসন থেকে নির্বাচনে লড়ছেন শ্রাবন্তী। তার অভিযোগ—পরিকল্পিতভাবে বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে।

সারাবাংলা/এজেডএস

বিজেপি বিধানসভা মামলা রোড শো শ্রাবন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর