সাব্বির ও শম্পা বিশ্বাসের ‘বিনোদিনী রাই’
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১৭:৩৩ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ১৯:৪০
৮ এপ্রিল ২০২১ ১৭:৩৩ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ১৯:৪০
এ প্রজন্মের শিল্পী সাব্বির নাসির এবার গাইলেন কলকাতার শম্পা বিশ্বাসের সঙ্গে। ‘বিনোদিনী রাই’ শিরোনামের রোমান্টিক গানটি লিখেছেন প্লাবন কোরেশী। সুরও করেছেন তিনি। সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক।
গানটি নিয়ে সাব্বির নাসির বলেন, ‘প্লাবন কোরেশী ভাইয়ের গান বরাবরই আমার ভালো লাগে। এবারের গানটিও তার ব্যতিক্রম নয়। আমি আমার নিজস্ব ঢংয়ে মৌলিকতা অক্ষুণ্ণ রেখে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভাল লাগবে।’
কলাকাতার গায়িকা শম্পা বিশ্বাস বলেন, ‘ভালো কথা-সুর করার পাশাপাশি প্লাবন কোরেশী ভাই খুব ভালো মনের একজন মানুষ। আমাদের জন্য দারুণ একটি গান তৈরি করেছেন তিনি। আমি ভীষণ আনন্দিত। এভাবেই বারবার বাংলাদেশে এসে নতুন গান করতে চাই।’
সারাবাংলা/এজেডএস