Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় চলে গেলেন ‘বেইলি রোড’ নির্মাতা মাসুদ কায়নাত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ এপ্রিল ২০২১ ১৩:৪৫

সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েব চলছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহামারীর ধাক্কাও লেগেছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে। সে ধাক্কায় এবার চলে গেলেন ‘বেইলি রোড’ নির্মাতা মাসুদ কায়নাত। সোমবার (৫ এপ্রিল) তিনি রাজধানী ফরায়জী হাসপাতালে মারা যান। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার বন্ধু সাংবাদিক লিটন এরশাদ।

জানা গেছে, সপ্তাহখানেক আগে করোনার পরীক্ষা করান মাসুদ কায়নাত। ফল আসে পজেটিভ। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ফরায়জী হাসপাতালে ভর্তি করা হয়। লিটন এরশাদ বলেন, অনেক কষ্ট পাচ্ছিল সে। শেষ পর্যন্ত চলেই গেল।

বিজ্ঞাপন

মাসুদ কায়নাতকে সোমবার রাতেই তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার দাফন সম্পন্ন হয়েছে।

মাসুদ কায়নাত মূলত বিজ্ঞাপন নির্মাতা ছিলেন। দুই শতাধিক বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। চলচ্চিত্র, নাট্যনির্মাতা, উপস্থাপক হিসেবেও তার পরিচিতি রয়েছে। নিজের লেখা গল্পে তার একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘বেইলী রোড’। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনেতা নিলয় আলমগীর ও আঁচলের বড় পর্দায় অভিষেক ঘটে।

বৈশাখী টেলিভিশনে প্রচারিত আন্তর্জাতিক চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘লুক-থ্রো’ এবং এটিএন বাংলার টকশো ‘অন্যচোখে’র গ্রন্থনা ও উপস্থাপনাতেও তাকে দেখা গেছে সাবলীল।

সারাবাংলা/এজেডএস

বেইলি রোড মাসুদ কায়নাত