প্রথমবারের মতো কলকাতার ছবিতে শুভ
১২ ডিসেম্বর ২০১৭ ১২:০১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ১৫:০৯
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
কলকাতার পরিচালক অরিন্দম শীল। যার হাত ধরে আমাদের জয়া আহসান হাঁটতে শুরু করেন টালিউডের রূপালী দুনিয়ায়। জয়াকে নিয়ে অরিন্দম নির্মাণ করেছিলেন ‘আবর্ত’। সেই অরিন্দম শীলের সিনেমায় এবার অভিনয় করতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরেফিন শুভ। রোববার রাতে অরিন্দম মুঠোফোনে সারাবাংলাকে বলেন, ‘আগামী ছবিতেই আমি শুভকে নিয়ে কাজ করছি। অর্থাৎ আমার নেক্সট ছবির হিরো শুভ। এতটুকুই বলতে পারি। এর বেশি কিছু বলার সময় হয়নি। জানুয়ারি মাসে ঢাকায় এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাতে পারবো বলে আশা করছি। ঢাকাতেই হবে প্রথম সঙবাদ সম্মেলন।’
ছবির নাম কী? কবে থেকে শুটিং শুরু? কে অভিনয় করবেন শুভর বিপরীতে? সব প্রশ্ন রহস্যেই রেখে দিয়েছেন পরিচালক। অন্যদিকে, ঢাকা অ্যাটাকের সাফল্যের পর বেশ খোশ মেজাজে আছেন চিত্রনায়ক আরেফিন শুভ। সিনেমার কাজে খুব ব্যস্ত না থাকলেও ব্যক্তিগত কাজে ছুটে বেরাচ্ছেন দেশ-বিদেশে। অরিন্দমের সাথে সিনেমা করার ব্যপারে শুভ বলেন, ‘অফিসিয়ালি আমি এখনো কিছুই বলছি না। এক সপ্তাহ পর আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবো। এর মধ্যে একাধিকবার অরিন্দম শীলের সাথে কথা বলেছি। কলকাতায় আরো একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা চলছে। তবে এখনি সবকিছু নিয়ে চূড়ান্ত কিছু বলতে পারছি না।’
ছবিটি কলকাতার কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হলে, এটি হবে শুভ অভিনীত প্রথম টালিগঞ্জের সিনেমা।
ছবি : নূর
সারাবাংলা/পিএ/পিএম