Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিনে এসে টিকা নিলেন শাকিব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৯:০৯

গত ৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন দেওয়া। সরকারী নির্দেশনায় সোমবার (৫ এপ্রিল) থেকে আপাতত ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হচ্ছে। এ সময়ে বাংলাদেশের চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের অনেকেই টিকা নিয়ে নিয়েছেন। তবে শেষ দিনে এসে টিকা নিয়েছেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

জানা গেছে, সোমবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে শাকিব টিকা গ্রহণ করেন। তার টিকা গ্রহণের ব্যাপারটি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হাসপাতালের পরিচালক মিজানুর রহমান জানান, শাকিব ৩০ মিনিটের মতো হাসপাতালে ছিলেন। তাকে টিকা গ্রহণ শেষে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

শাকিব খান জানান, ‘আন্তরাত্মা’ ছবির শুটিংসহ নানামুখী ব্যস্ততার কারণে এতদিন টিকা নিতে পারেননি। রোববার শুটিং শেষে ফিরেই টিকার সিদ্ধান্ত নেন। তিনি হাসপাতালের পরিবেশ দেখে মুগ্ধ। তবে টিকা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন সমস্যা অনুভব করছেন না।

আগামী জুন মাসের প্রথম সপ্তাহে তার দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানান শাকিব।

সারাবাংলা/এজেডএস

করোনার টিকা শাকিব খান

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর