Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গনা নয়, চালি চালি গানে দর্শক যেন জয়ললিতাকেই দেখছেন (ভিডিও)


৩ এপ্রিল ২০২১ ১৬:২০ | আপডেট: ৩ এপ্রিল ২০২১ ১৯:০১

মুক্তি পেল কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘থালাইভি’ ছবির প্রথম গান। ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। বহু প্রত্যাশিত এই ছবির ‘চালি চালি’ হিন্দি গানে জয়ললিতার যৌবনের লাস্যময়ী রূপকে পর্দায় তুলে ধরেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী সামান্থা আক্কেনি শুক্রবার সামাজিক মাধ্যমে এই গানের ভিডিও শেয়ার করেন। যেখানে রুপোলি পর্দায় জয়ললিতার যাত্রাকে তুলে ধরা হয়েছে। এদিকে জয়ললিতার আসল গানটি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের ভালবাসা এবং সমাদরের জন্য ধন্যবাদ জানাতে দেখা যায় কঙ্গনাকে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ, চালি চালি-কে এতটা ভালবাসার জন্য। হিন্দিভাষী অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে, জয়মা কি এতটাই সুন্দর ছিল তার ডেবিউ গানে? আমি তার ওপর কোনো কারুকার্য করিনি, এটা তার ডেবিউ গানের লিঙ্ক, আম্মা কাতরু দেখো, চালি চালি ফ্যাশন হবে’।

অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠার জয়ললিতার সফরমানা এই ছবি। অভিনেত্রী জয়ললিতা থেকে তামিল রাজনীতির সর্বোচ্চ স্থান দখলকারী, মুখ্যমন্ত্রী জয়ললিতা তথা এআইএডিএমকে সুপ্রিমোর জীবনের অজানা কাহিনি ফুটে উঠবে ‘থালাইভি’তে। কঙ্গনা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, প্রকাশ রাজ, যিশু সেনগুপ্ত, ভাগশ্রীরা। ২৩ শে এপ্রিল মুক্তি পাবে ‘থালাইভি’। তামিলের পাশাপাশি হিন্দি ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।

কঙ্গনা রানাওয়াত চালি চালি থালাইভি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর