Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত


১ এপ্রিল ২০২১ ১৬:২৯

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সম্মানিত দাক্ষিণাত্যের ‘থালাইভা’ রজনীকান্ত। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর-এর সুত্রে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এ পুরস্কার প্রাপ্তিতে রজনীকান্তের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৫০ সালে বেঙ্গালুরুর মারাঠি পরিবারে জন্ম রজনীকান্তের। জন্মসূত্রে তার নাম শিবাজি রাও গায়কোয়াড়। বাড়িতে মারাঠি ভাষা বললেও বাইরে কন্নড় ভাষায় স্বচ্ছন্দ ছিলেন রজনীকান্ত। সংসারের হাল ধরতে কখনও কুলির কাজ করেছেন, কখনও বাস কন্ডাক্টার হিসেবে কাজ করেছেন। পরে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানে পড়াশোনার সময়ই পরিচালক কে বালাচান্দেরের নজরে পড়ে যান। তার পরিচালিত তামিল ছবি ‘অপূর্ব রাগানাঙ্গাল’ দিয়েই সিনেমার জগতে যাত্রা শুরু করেন। ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তারপর দশকের পর দশক ধরে চলমান চিত্রে নিজের একাধিপত্য বিস্তার করেছেন। শুধু দক্ষিণী সিনেমা নয় হিন্দি সিনেমার জগতেও নিজের প্রতিভার পরিচয় রেখেছেন।

এদিকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে রজনীকান্তের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার এই ঘটনা বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ৬ এপ্রিল তামিলনাড়ুর নির্বাচন। ঠিক তার আগেই দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য রজনীকান্তের নাম ঘোষণা করা হয়। সূত্রের খবর মানলে, এর আগে একাধিকবার ‘থালাইভা’কে নিজেদের সমর্থনে টানার চেষ্টা করেছে তামিলনাড়ু বিজেপি। বিভিন্ন সময়ে রজনীকান্তের মুখেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা গিয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিনী মহাতারকা দাদাসাহেব ফালকে পুরস্কার রজনীকান্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর