Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদি হকের ‘বাবা’


২৮ মার্চ ২০২১ ১৪:২৭

রহমান সাহেব অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা। ঘাপটি মেরে বসে আছেন করিম এর চায়ের দোকানে, মাঝে মাঝে চিনি ছাড়া চা খাচ্ছেন, তবে মন নেই সেদিকে বিন্দুমাত্র। চশমার আড়ালে তীক্ষ্ণ চোখ সামনের দোতলা বাড়ির ছাদে। বীন্তির বয়স ১৯, ছাদে শুকনো কাপড় ওঠাতে গিয়ে চোখ পড়ল রহমান সাহেবের দিকে। ছিঃ এ বয়সে একটা লোক এমন ড্যাব ড্যাব চোখে তাকাতে পারে!

এদিকে, ঘটক সোলায়মানও কিছুতেই রহমান সাহেবকে মানাতে পারছেনা, হিমশিম খাচ্ছে সোলায়মান, রহমানের পছন্দের মেয়ে খুঁজে বের করতে। আত্বীয় স্বজন কাউকে বলা বাকী রাখেনি রহমান সাহেব। হ্যা মেয়ে খুঁজছে, মায়ায় জড়ানো একটা মেয়ে, যাকে আদর করে ডাকতে পারবে মায়াবতী। মায়াবতী একটা মেয়ে বড়ই প্রয়োজন রহমান সাহেবের ওর ছেলে শুভর জন্য।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘বাবা’। হৃদি হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, সানজিদা প্রীতি, তানজিকা আমিন, হৃদি হক, ড. ইনামুল হক, বিশ্বজিত ধর, শামীম আহমেদ প্রমূখ।

একক নাটক ‘বাবা’ প্রচারিত হবে সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

আফরান নিশো একক নাটক এনটিভি কামরুজ্জামান রনি ড. ইনামুল হক তানজিকা আমিন সানজিদা প্রীতি হৃদি হক হৃদি হকের ‘বাবা’

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর