Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকা নেওয়ার ১৭ দিনেই আবার করোনা আক্রান্ত পরেশ রাওয়াল


২৭ মার্চ ২০২১ ১৪:৩২

করোনার টিকা নেওয়ার ১৭ দিনেই আবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। উল্লেখ্য, মার্চের ৯ তারিখ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। তার কয়েক সপ্তাহের মধ্যেই কোভিড পজিটিভ হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানালেন তিনি।

শুক্রবার (২৬ মার্চ) রাতে নিজের প্রোফাইলে পরেশ লেখেন, ‘দুর্ভাগ্যবশত, আমি করোনায় আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে আমার কাছাকাছি যারা এসেছেন, প্রত্যেকে দয়া করে কোভিড পরীক্ষা করান।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এ মাসের ৯ তারিখই সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ছবি পোস্ট করেছিলেন পরেশ রাওয়াল। ভিকট্রি সাইন দেখিয়ে ক্যাপশনে ৬৫ বছরের বলিউড অভিনেতা লিখেছিলেন, ‘ভি মানে ভ্যাকসিন! দেশের সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিজ্ঞানীদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নরেন্দ্র মোদি।’

পরেশের সঙ্গেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তার স্ত্রী তথা অভিনেত্রী স্বরূপ রাওয়াল। পরেশ কোভিড পজিটিভ হওয়ার পর তিনিও করোনা পরীক্ষা করান। সেকথা জানিয়ে স্বরূপ টুইটারে জানিয়েছেন, জীবনে কখনও কোনও পরীক্ষার ফল প্রকাশের জন্য এত অপেক্ষা তাকে করতে হয়নি। উল্লেখ্য, করোনার প্রথম ডোজ নেওয়ার বেশ কিছুদিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়। আর দুই ডোজের এই মাঝের সময়ে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্বরূপের দ্বিতীয় ডোজ এখনও বাকি বলেই শোনা গিয়েছে।

বিজ্ঞাপন

পরেশ রাওয়াল বলিউড অভিনেতা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর