Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’, মুক্তি ঈদে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ মার্চ ২০২১ ১৯:১৪ | আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৯:২৮

পরিচালক রুবেল আনুশ ২০১৪ সালের আগস্টে শুরু করেছিলেন তার প্রথম ছবির কাজ। ছবির নাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। প্রায় সাত বছর হয়ে গেলো নানান অসুবিধায় ছবিটি মুক্তি দিতে পারছিলেন না পরিচালক। অবশেষে ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে। এবারের ঈদে মুক্তি পাবে ছবিটি।

রুবেল আনুশ বলেন, আমাদের ছবির শুটিং, ডাবিং, এডিটিং থেকে শুরু করে সকল প্রকার কাজ শেষ। আমরা ঈদে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা দেশের কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলছি। আশা করছি মাসখানেক পরে ছবিটি মুক্তি দিতে পারবো।

‘অনেক চিন্তায় ছিলাম, ছবিটি নিয়ে সেন্সর বোর্ড হয়তো আপত্তি করবে। এখন অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেওয়ায় এসব চিন্তা আর করতে হচ্ছে না। নিজের মতো করে গল্পটা উপস্থাপন করতে পারব’— বলেন আনুশ।

মাঝে ছবিটির নাম পরিবর্তন করে রেখেছিলেন ‘প্রেম কাহন’। তবে শেষ পর্যন্ত প্রথম নামেই ছবিটি মুক্তি দিচ্ছেন বলে জানালেন রুবেল আনুশ।

সিমলা-মামুন ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

ঈদে মুক্তি নিষিদ্ধ প্রেমের গল্প রুবেল আনুশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর