Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলের শেষ সপ্তাহে সূর্যবংশী মুক্তি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ মার্চ ২০২১ ১৫:২৩

আগামী ২ এপ্রিল অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু ভারতের কিছু কিছু রাজ্যে করোনাভাইরাসের প্রকোপ নতুন করে বৃদ্ধি পাওয়ায় ছবিটির মুক্তি স্থগিত করেন প্রযোজক। তবে রোহিত শেঠি পরিচালিত ছবিটি আগামী ৩০ এপ্রিল মুক্তি পাবে বলে জানা গেছে।

বলিউড হাঙ্গামা জানাচ্ছে, পরিবেশকদের ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ। তাদেরকে ছবিটি বুকিং করার জন্য অনুরোধ করা হয়েছে। পরিবেশক চাচ্ছেন বেশ বড় পরিসরে ছবিটি মুক্তি দিতে।

বিজ্ঞাপন

আগামী ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করবে প্রযোজনা সংস্থা। একই সঙ্গে প্রকাশ করা হবে নতুন একটি পোস্টার। মজার কথা হচ্ছে, একই দিন রোহিত শেঠির জন্মদিন। তাই দিন বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে ৩০ এপ্রিল রমজান মাস থাকবে। যার কারণে ভারতের বিশাল মুসলিম জনগোষ্ঠী সিনেমা হলে যাবে না। তারপরও আশাবাদী ছবির প্রযোজক। তারা বলছেন, রমজান মাস হলেও তারা কমপক্ষে ২ সপ্তাহ পাবেন ব্যবসা করার জন্য। একই সঙ্গে ১ মে ‘মে দিবস’র ছুটিতে তারা সুবিধা পাবেন বলে আশা করছেন।

সারাবাংলা/এজেডএস

সূর্যবংশী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর