Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুনরায় এক হচ্ছেন নওয়াজ ও তার স্ত্রী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ মার্চ ২০২১ ১৫:৫৫

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া তার কাছ থেকে বিবাহবিচ্ছেদ আবেদন করেছিলেন। আলিয়া নওয়াজউদ্দিনের পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে বেশ আলোচনাও হয়েছিলেন। তবে আশার খবর হচ্ছে প্রায় এক বছর পর আলিয়া তার বিবাহবিচ্ছেদের নোটিশ তুলে নিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আলিয়া বলেছেন তিনি নওয়াজের সঙ্গে পুনরায় সংসার করতে প্রস্তুত আছেন। একই সঙ্গে তার দেবর শামাজের সঙ্গে থাকা দ্বন্দ্বও মিটমাটের উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন

এতদিন পরে আবার পুনর্মিলনের কারণ হিসেবে আলিয়া জানান, তিনি গত ১০ দিন ধরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বাড়িতে আইসোলেশনে আছেন। এ সময়ে নওয়াজ শুটিংয়ে ব্যস্ত, কিন্তু একই সঙ্গে তাদের সন্তান ইয়ানি ও শোরা সিদ্দিকীর যত্ন নিচ্ছেন।

আলিয়া বলেন, আমি খুবই আশ্চর্য হয়েছি নওয়াজের এ ধরনের কাজে। সে কারও সাহায্য ছাড়ায় আমাদের সন্তানদের যত্ন নিচ্ছে যা সত্যিই ভালো লাগার। আমি খুশি সে বুঝতে পেরেছে এটা তার দায়িত্ব।

সারাবাংলা/এজেডএস

আলিয়া নওয়াজউদ্দিন সিদ্দিকী পুনর্মিলন বিবাহবিচ্ছেদ