Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাল নেই করোনায় আক্রান্ত রণবীর, জানালেন মা


৯ মার্চ ২০২১ ১৫:৫০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভাল নেই রণবীর কাপুর। মঙ্গলবার সকালে বলিউডে এই খবর চাউর হতেই চিন্তায় পড়ে গিয়েছিলেন কাপুর পরিবারের ঘনিষ্ঠরা। শোনা গিয়েছিল, শরীরিক অসুস্থতা টের পাওয়ার পর থেকেই নাকি অভিনেতা নিজেকে মুম্বাইয়ের ফ্ল্যাটে একপ্রকার গৃহবন্দি করে ফেলেছিলেন। অর্থাৎ সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। সেই সময়ে অনকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রণবীরের হয়তো করোনা হয়েছে।

এদিকে রণধীর কাপুর সংবাদ মাধ্যমকে রণবীরের অসুস্থতার কথা জানিয়েছিলেন। কিন্তু খোলসা করে বলেননি যে, ঠিক কী হয়েছে? তাই বেলা বাড়তেই যখন উদ্বিগ্ন অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় একের পর এক আরোগ্য কামনা করে বার্তা শেয়ার করেছেন, তখন ছেলের শারীরিক পরিস্থিতির কথা জানালেন মা নীতু কাপুর।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে নীতু জানিয়েছেন যে রণবীর কাপুর করোনায় আক্রান্ত। ছেলে আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শমতো যাবতীয় সুরক্ষাবিধিই অবলম্বন করছেন রণবীর। সূত্রের খবর, খুব একটা শারীরিক অসুবিধে নেই তার। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারবেন রণবীর। তবে কীভাবে কোভিড সংক্রমণ ঘটল, সে সম্পর্কে এখনও অবধি কিছু জানানো হয়নি কাপুর পরিবারের পক্ষ থেকে।

নীতু কাপুর রণবীর কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর