Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৈমুরের ভাইকে দেখেছেন? ছবি এলো প্রকাশ্যে


৮ মার্চ ২০২১ ১৪:৩৩

গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা কাপুর খান। কিন্তু সেসময় নতুন অতিথিকে প্রকাশ্যে আনা হয়নি। অবশেষে সোমবার (০৮ মার্চে) নারী দিবসের দিন দ্বিতীয় পুত্র সন্তানকে নিয়ে প্রকাশ্যে এসেছেন কারিনা কাপুর খান।

গত ২১ ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন কারিনা কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছিলেন সাইফ-কারিনার ঘনিষ্ঠ ঋদ্ধিমা কাপুর সাহনি ও ডিজাইনার মনীশ মালহোত্রা।

বিজ্ঞাপন

গত ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হাসপাতালে কারিনার পাশেই ছিলেন স্বামী সাইফ আলি খান।

সাইফিনার সন্তান জন্মের পর বলিউড প্রেমিদের চিন্তায় নাওয়া খাওয়া বন্ধের উপক্রম সন্তানের নাম নিয়ে। এর কারণ তাদের প্রথম সন্তানের নাম। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম হয়েছিল সাইফ আলী ও কারিনা কাপুর দম্পতির প্রথম সন্তান তৈমুরের। তুরস্কের স্বৈরাচারী শাসক তৈমুর লঙের নামে সন্তানের নাম রাখায় তখন অনেক সমালোচনা শুনতে হয়েছিল বলিউড দম্পতির।

২০১৭ সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে সাইফ জানিয়েছিলেন ‘বিতর্কের সময় একবার ভেবেছিলাম তৈমুরের নাম বদলে ফেলি। যদিও কারিনা বাধা দেয়। বলে মানুষ তোমাকে নিজের সিদ্ধান্তের জন্যই সম্মান করে। সেটা বদলে ফেলা ঠিক নয়। তবে আমি চাই না আমার জন্য আমার ছেলে কম জনপ্রিয় হোক।’

পরবর্তী সময়ে কারিনা এক সাক্ষাত্কারে বলেন, ছেলের নাম হিসাবে ফয়েজ নামটিও পছন্দ করেছিলেন সাইফ। কে বলতে পারে, তৈমুরের ভাইয়ের নাম ফয়েজই রাখবেন সাইফিনা।

কারিনা কাপুর খান তৈমুর আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর