Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ, সালমান, ক্যাটরিনাকে নিয়ে যশ রাজের ৫ ছবি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ মার্চ ২০২১ ২১:০২

যশ চোপড়া প্রতিষ্ঠিত ‘যশ রাজ ফিল্মস’ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এর আগে কিছু ছবির ঘোষণা দিয়েছিল। তারা আগামী ১৯ মার্চ নতুন করে ৫টি ছবির ঘোষণা দিতে যাচ্ছে। যেগুলোতে থাকছেন শাহরুখ, সালমান খানদের মত তারকারা।

বলিউড হাঙ্গামা বলছে, যশ রাজ ফিল্মস নতুন কিছু ছবির নাম ঘোষণা দিবে। ১৯ মার্চ ঘোষণাটি আসার কথা থাকলেও তারিখটি লক নয়। এটি এর আগে পরে হতে।

তবে বলিউডের প্রভাবশালী পত্রিকাটি নিশ্চিত করেছে, যশ রাজ ফিল্মস আগের ছবিগুলোর সঙ্গে নতুন ৫ টি ছবির নাম প্রকাশ করবে। এগুলোর মধ্যে রয়েছে, সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’, ভিকি কুশাল ও মানুশি চিল্লার অভিনীত বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত নাম ঠিক না হওয়া ছবি, আমির খানের ছেলে জুনাইয়েদ খানের অভিষেক ছবি যেটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা এবং অজয় দেবগণের সুপারহিরো নিয়ে ছবি।

যশ রাজ ফিল্মস জানিয়েছে, প্রতিটি ছবি হবে বড় বাজেটের। তাদের প্রত্যাশা দর্শকরা ছবিগুলো পছন্দ করবে। আশা করা হচ্ছে ছবিগুলোর মধ্যে ২ বা ১ টি এ বছরের শেষের দিকে মুক্তি পাবে।

সারাবাংলা/এজেডএস

ক্যাটরিনা যশ রাজ ফিল্মস শাহরুখ সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর