Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয় ধরানো লুকে মিলন

আহমেদ জামান শিমুল
৭ মার্চ ২০২১ ১৬:৩৩

মাথার চুল একদম ছোট করে ছাঁটা। ক্লিন শেভ মুখে রুক্ষতা। দুই চোখের ভ্রু কুঁচকানো। সে চোখে খুনের নেশা। অভিনেতা আনিসুর রহমান মিলনের এমন হিংস্র লুকের একটি পোস্টার প্রকাশ পেয়েছে অনলাইনে। যে লুকে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন।

‘বরফ কলের গল্প’ নামক একটি ওয়েব সিরিজে এমন লুকে মিলনকে দেখা যাবে বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন শহীদ উন নবী। প্রযোজনা করছে ওয়েব অ্যাপ বিঞ্চ।

সিরিজটিতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে মিলন সারাবাংলাকে বলেন, ‘আসলে এখন খুব বেশি কিছু গণমাধ্যমে বলার অনুমতি নেই। তারপরও বলি, এটি মফস্বলের একজন সাধারণ ছেলের সন্ত্রাসী হয়ে উঠার গল্প।’

এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে আছেন ইশরাত প্রিয়ম।

গত ১ মার্চ থেকে শুটিং শুরু হয়েছে। শুটিং চলছে খুলনাসহ এর আশপাশের এলাকায় শুটিং চলছে। আগামী ১৯ মার্চ চলার কথা রয়েছে।

‘বরফ কলের গল্প’ ছাড়াও আনিসুর রহমান অভিনয় করছেন শাহীন সুমন পরিচালিত ওয়েব সিরিজ ‘মাফিয়া’য়। ইতোমধ্যে এর চার সিজনের মধ্যে এক সিজনের শুটিং শেষ হয়েছে। প্রতি সিজনে ৪১ পর্ব করে আসবে বলে জানালেন মিলন।

ওয়েব সিরিজ, নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন মিলন। তিনি বর্তমানে ‘মুক্তি’, ‘ওস্তাদ’, ‘গাঙচিল’, ‘একাত্তরের দিনগুলি’ ছবিতে অভিনয় করছেন।

সারাবাংলা/এজেডএস

আনিসুর রহমান মিলন বরফ কলের গল্প

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর