Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভিতে মিউজিক্যাল লাইভ শো ‘নিশি গুনগুন’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ মার্চ ২০২১ ১৫:২৯

লাইভ মিউজিক্যাল লাইভ শো ‘নিশি গুনগুন’। প্রতি বৃহস্পতিবার (৪ মার্চ) দশটার ইংরেজি সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। এবারের পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ।

প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার নিজের গানসহ গুনি শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি জনপ্রিয় গান পরিবেশন করেন। গানের পাশাপাশি দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন অনুষ্ঠানে। আমন্ত্রিত শিল্পী বা গান সম্পর্কে কোন তথ্য জানতে চাইলে ফোনে প্রশ্ন করতে পারবেন।

বিজ্ঞাপন

এস. কে. সাহার গ্রন্থনা, গবেষণা ও পরিকল্পনায় ‘নিশি গুনগুন’ প্রযোজনা করেন আল মামুন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করছেন বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীস এষ।

সারাবাংলা/এজেডএস

নিশি গুনগুন মিউজিক্যাল লাইভ শো