Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাদের শুরুটা ‘ফেইক লাভ’ দিয়ে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৮

রুদ্রর আসল নাম রোহান, যদিও ফেইক আইডির মাধ্যমেই বন্ধুত্ব হয় বাংলাদেশে থাকা কনার সাথে। কথায় কথায় সম্পর্ক গড়ায় ভালোবাসায়। আর এই ভালোবাসার গভীরতা পরখ করাবার জন্য কনা রোহানকে ভালোবাসা দিবসে তার সামনে হাজির হতে বলে। তার সেই কথার মূল্য দিতে দেশে আসে রোহান, কিন্তু ইতোমধ্যে কনার ফেইসবুক আইডি থেকে রোহানকে ব্লক করা হয়েছে। মোবাইল এর সুইচ অফ। বাড়ীর যে ঠিকানাটা দিয়েছিল সেটিও ভুয়া।

বিপাকে পড়ে রোহান। কারণ সব কিছুই ছিল ফেইক। অনেক খোঁজাখুজির পর রাস্তায় দেখা হয় রোহান-কনার সাথে। এবার মুখোমুখি দুজনে। এ ভাবেই এগিয়ে চলে ‘ফেইক লাভ’ নাটকের গল্প।

বিজ্ঞাপন

আহসান হাবিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নুর সজল, ঐন্দ্রিলা, আহমেদ, পাভেল ইসলাম, মীর শহীদ, আবির খান, মাহা শিকদার প্রমুখ।

প্রযোজনা জেড এস মাল্টিমিডিয়া। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাকটি আরটিভিতে প্রচারিত হবে।

সারাবাংলা/এজেডএস

আবদুন নুর সজল আবির খান আহমেদ ঐন্দ্রিলা পাভেল ইসলাম ফেইক লাভ মাহা শিকদার মীর শহীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর