Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কোন আলিয়া?


২৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:০১

কপালে বড় লাল টিপ। লম্বা বিনুনি। পরনে ঘাগরা, মাথা ঢাকা ওড়নায়। চেয়ারের উপর পা তুলে বসে রয়েছেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ওরফে আলিয়া ভাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গাঙ্গুবাঈ’য়ের পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। যা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

দর্শকদের চমকে দেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি। আর করেছেনও তিনি। জন্মদিনের দিন সামনে এনেছেন এই ছবির টিজার। ছবির পোস্টারের পাশাপাশি মুক্তি পেয়েছে টিজারও। যা দেখে নিমেষের মধ্যে দর্শক মহলে তৈরি হয়েছে তুমুল আলোড়ন।

হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় লীলা বানশালি তৈরি করেছেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। মুখ্য চরিত্রে আলিয়া ভাট। আর এই ছবির মাধ্যমেই অন্য এক আলিয়া ভাটকে পেতে চলেছেন সিনেপ্রেমীরা।

৬০-এর দশকের কামাথিপুরা যৌনপল্লির প্রভাবশালী মালকিনের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি। আলিয়া ছাড়াও অনান্য চরিত্রে রয়েছেন অজয় দেবগণ, ইমরান হাশমি, হুমা কুরেশির মতো অভিনেতা-অভিনেত্রীরা। আগামী ৩০ জুলাই মুক্তি পাবে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবির টিজার সামনে আসতেই অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাটকে।

আলিয়া ভাট গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বানশালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর