দেশের প্রথম ওয়েব সিরিজ রিভিউ অনুষ্ঠান
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩০ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৪৩
দেশের টেলিভিশন জগতে প্রথমবারের মত প্রচারিত হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক প্লাটফর্ম গুলিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন ওয়েব সিরিজ, চলচ্চিত্রসহ বিভিন্ন প্রযোজনা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠান ‘ওভার দ্য টপ’। অনুষ্ঠানটিতে দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন প্রযোজনার চুলচেরা বিশ্লেষণ করেন নির্মাতা নোমান রবিন এবং ব্লগার ও ইউটিউবার সুমাইয়া চৌধুরী।
বর্তমান সময়ে বিনোদনের একটি বিশাল উৎস নেটফ্লিক্স, এমাজন প্রাইমের মত বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম। সময়ের সাথে তাল মিলিয়ে দেশেও এখন বিঞ্জ, চরকি, সিনেম্যাটিক এর মত বেশ কিছু প্লাটফর্ম সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানটির প্রযোজক জানান, বর্তমানে আমাদের দেশে ওয়েব সিরিজ অনেক মানুষ দেখছে। একই সঙ্গে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি দেশীয় প্ল্যাটফর্মের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। তাই আমরা অনুষ্ঠানটি করার পরিকল্পনা করি।
ভিন্নধর্মী অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে এসএটিভির পর্দায় দেখা যাচ্ছে।
সারাবাংলা/এজেডএস