Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার একসঙ্গে শাহরুখ-আলিয়া


১৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৩

চার বছর পর আবার একসঙ্গে তারা। তবে এবার ছবির পর্দায় একে অপরের বিপরীতে নয়। এবার শাহরুখ প্রযোজকের আসনে আর অনস্ক্রিনে আলিয়া ভাট। শুরু হবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ডার্লিংস’ ছবির শুটিং। জানা গেছে, ছবির চিত্রনাট্য শোনার পরেই অভিনয়ের বিষয়ে সম্মতি জানিয়েছেন আলিয়া।

‘ডার্লিংস’ ছবির মাধ্যমে প্রথমবার পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন জসমীত কে রীন। এর আগে তিনি ‘ফোর্স-২’, ‘ফন্নে খাঁ’, ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির গল্প লিখেছেন। মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারের মা-মেয়ের গল্প বলবে ডার্লিংস। মায়ের চরিত্রে দেখা যাবে শেফালি শাহকে।

এর আগে, ২০১৬ সালে প্রথমবার ‘ডিয়ার জিন্দেগী’ শাহরুখ খান ওরফে ‘ডক্টর জাহাঙ্গির’ ও আলিয়া ভাট ওরফে ‘কায়রা’ একসঙ্গে রূপোলি পর্দায় এসেছিলেন। ছবির বিষয় ছিল মানসিক স্বাস্থ্য। মুক্তির পরেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল ছবিটি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো