Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোভান-সাবিলার ব্রেকআপ বয়

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৭

আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেক নাটকই ইতোমধ্যে নির্মাণ শেষ হয়ে গেছে বা হচ্ছে। সেই সূত্র ধরেই নতুন একটি নাটক নির্মাণ শেষ হলো। নাটকটির নাম ‘ব্রেকআপ বয়’। মাসুদুল হাসান এর গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী।

এতে অভিনয় করেছেন, ফারহান আহমেদ জোভান,সাবিলা নূর, কায়েজ চৌধুরি, নির্জন মোমিন,জয়নাল জ্যাক,মান্তাহাসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

জোভান বলেন, অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেওয়ার। ব্রেকআপ বয় নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এই নাটকে আমাকে নতুন ভাবে দেখতে পাবেন। ভালো লাগবে সবার।

সাবিলা নূর বলেন, ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকে ক্ষেত্রে বলতেই পারি চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।

‘ব্রেকআপ বয়’-এর নির্বাহী প্রযোজক আকবর হায়দার মুন্না। নাটকটি আসছে ভালোবাসা দিবসে বিগ বি এন্টারটেইন্টমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

সারাবাংলা/এজেডএস

জোভান ব্রেকআপ বয় সাবিলা নূর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর