Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিশো-মেহজাবীনকে নিয়ে ভিকির দুই নাটক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৮

এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। তিনি গত বছর জনপ্রিয় জুটি আফরান নিশো-মেহজাবীনকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘নির্বাসন’, ‘জন্মদাগ’ ও ‘ইরিনা’। তিনটি নাটকই গত বছর বোদ্ধা ও দর্শক মহলে আলোচিত ও প্রশংসিত হয়েছিল। এ জুটিকে নিয়ে ভিকি এবারের ভালোবাসা দিবসের জন্য নির্মাণ করেছেন দুটি নাটক—‘মাজনু’, ‘ভুলজন্ম’।

‘মাজনু’ তে নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন খায়রুল বাশার। এটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশন। অন্যদিকে ‘ভুলজন্ম’-এ তারা দুজন ছাড়া রয়েছেন লুৎফর রহমান জর্জ। এটি প্রচারিত হবে আরটিভিতে।

বিজ্ঞাপন

কাজগুলো নিয়ে ভিকি বলেন, ‘নিশো-মেহজাবীনকে নিয়ে আমি আগে যে তিনটি কাজ করেছি সেগুলো সবাই পছন্দ করেছিলেন। আগের কাজগুলোতে তাদেরকে এমন চরিত্রে উপস্থাপন করেছিলাম যাতে কেউ তাদের আগে দেখিনি। এ দুটি কাজেও এমন চরিত্রে তারা অভিনয় করেছেন যা আগে কখনও করেননি তারা।’

‘এবারের নাটকগুলোতে এমন ভালোবাসার গল্প আমি বলতে চেয়েছি যা সমাজের চোখে নিষিদ্ধ, কেউ পর্দায়ও দেখাতে চান না। আশা করছি দর্শক পছন্দ করবেন।’

জানা গেছে, গত বছরের নভেম্বরে ‘মাজনু’র শুটিং হয়েছে। পুরান ঢাকার গেন্ডারিয়া, শ্যামবাজার ও নাজিরাবাজারে শুটিং হয়েছে।

‘ভুলজন্ম’-এর শুটিং হয়েছে টঙ্গী ও উত্তরায়।

সারাবাংলা/এজেডএস

আফরান নিশো ভিকি জাহেদ ভুলজন্ম মাজনু মেহজাবীন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর