Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হারালেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত


৩০ জানুয়ারি ২০২১ ১৭:০৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৯:৩১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তের মা নন্দিতা সরকার। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন পূজা সেনগুপ্ত।

পূজা সেনগুপ্ত সারাবাংলাকে জানান, ‘ক্যানসার সারভাইভার ছিলেন আমার মা। কয়েকদিন আগে সাতারে গিয়েই করোনা আক্রান্ত হন তিনি। ওখান থেকেই ঠাণ্ডাটা লাগলো, পরশু জ্বর আসলো, আর কাল তো উনাকে চিরতরে হারালাম আমরা।’

বিজ্ঞাপন

পূজা আরও বলেন, ‘১০ বছর আগে ক্যানসার হয়েছিল আমার মায়ের। কেমো দেওয়া হয়েছিল। এবং গত ১০ বছর যাবত উনি এতটাই নিয়মতান্ত্রিক জীবনযাপন করতেন যে, বলা যায় ক্যানসার সারভাইভার হিসেবে উনি একজন সফল উদাহরণ। রুটিন চেক-আপ হিসেবেই কিছুদিন আগে আমরা ভেলোরে গিয়ে উনাকে আবার ডাক্তার দেখাই। তখন ডাক্তার বলেছিলেন, উনার আরেকটা অপারেশনের প্রয়োজন। যেটা করলে উনি আবার দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। ওখানে আমরা উনার কোভিড পরীক্ষাও করিয়েছিলাম। তখন রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু এখানে ফেরার পর করোনা আক্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি।’

উল্লেখ্য, নন্দিতা সরকার বিসিএস ৮৫ ব্যাচের অ্যাডমিন ক্যাডার ছিলেন। সর্বশেষ পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মরত অবস্থায় ২০১৯ সালে অবসর নেন। ব্যক্তিজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ও গুণী অভিনেতা মনোজ সেনগুপ্তের স্ত্রী।

মায়ের সম্পর্কে জানাতে গিয়ে নৃত্যশিল্পী পূজা বললেন, ‘অনেক গুণী একজন নারী ছিলেন তিনি। আমার সৌভাগ্য যে, উনি আমার মা। আমি যে পূজা সেনগুপ্ত হিসেবে যা কিছু সাফল্য পেয়েছি, তার পুরো কৃতিত্বই আমার মায়ের। তার সমর্থন ছিল বলেই আজ এতটা পথ পেরিয়ে আসতে পেরেছি। উনি সবসময় বলতেন, আমাদের সমাজে মেয়েদের সুপ্রতিষ্ঠিত হওয়ার একমাত্র পথ হচ্ছে শিক্ষা। যে যাই করুক পড়াশুনাটা আগে। ওটা ঠিক রেখেই বাকি যা কিছু।’

বিজ্ঞাপন

আজ (৩০ জানুয়ারি) সবুজবাগ বরদেশ্বরী মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

নন্দিতা সরকার নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত পূজা সেনগুপ্ত মনোজ সেনগুপ্ত মা হারালেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর