Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওটিটি প্ল্যাটফর্মে ফারুকী, নিরিবিলি কাজ করতে চান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ১৭:২৮ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৪৯

নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এক সময়ে দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। বানিয়েছেন একের পর এক বিখ্যাত ফিকশন—‘একান্নবতী’, ‘৪২০’, ‘স্পার্কটাস ৭১’। টেলিভিশনের পর চলচ্চিত্রে এসেছেন। বানিয়েছেন ‘ব্যাচেলর’, ‘ডুব’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেইড ইন বাংলাদেশ’-এর মত ছবি। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম।

নির্মাণের প্রায় সব সেক্টরে কাজ করেছেন, কিন্তু এখন পর্যন্ত ওটিটির জন্য কিছু নির্মাণ করেননি। এবার সে জায়গায়ও তিনি কাজ শুরু করতে যাচ্ছেন। তিনি এমনটাই জানিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

বিজ্ঞাপন

পুরো ব্যাপারটিকে তিনি বলছেন ‘নতুন প্রেমের তরী’। তিনি লিখেছেন গত তিন বছর ধরে তার সঙ্গে বহু ওটিটি প্ল্যাটফর্মের মিটিং হচ্ছে। কিন্তু কাজ হয়ে উঠছিল না।

তার ভাষায়, ‘গত তিন বছর ধরে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথেই মিটিং হচ্ছিলো! কয়েকটা মিটিংয়ের পর গল্প লক করে ফেলেছিলাম, এরকমও হয়েছে বহুবার! তারপর কয়দিন পরে মনে হয়েছে, না, এই গল্পটা করতে চাইনা! অন্য কিছু করতে চাই! বলেই আবার পিছুটান!’

‘এইভাবে বহু গল্পের সম্ভাবনাকে খুন করে ফাইনালি একটা গল্পে এসে মন মজলো, মনে হলো এই গল্পটা আমার জন্য নতুন কিছু চ্যালেন্জ ছুঁড়ে দিতে পারছে! নতুন চ্যালেঞ্জ অনেকটা নতুন করে কারো প্রেমে পড়ার মতোই! প্রেমে পড়ার অনুভূতি না হইলে কাজ করে সুখ আর কি!’

কী গল্প, কবে থেকে শুটিং, কে বা থাকছেন তার নতুন প্রেমে? এসব বিষয়ে সারাবাংলা জানতে চেয়েছিল তার কাছে।

কিন্তু গত কয়েক বছর ধরে তার কোন কাজের ব্যাপারে আগে থেকে কোন কিছু বলতে চান না ফারুকী। এবারও তাই হলো। তিনি বলেন, ‘আমি আসলে নিরিবিলি কাজটা করতে চাই। তাই প্রোডাকশনের নাম বা অন্য কিছু এখনই বলতে চাই না।’

বিজ্ঞাপন

তবে তিনি ফেসবুকে লিখেছিলেন, এইটুকু বলতে পারি গত প্রায় তিন মাস ধরে আমরা- আমরা মানে আমাদের কাস্ট এন্ড ক্রু টিম- মন-প্রাণ লাগিয়ে প্রস্তুতি নিচ্ছি এই কাজটার জন্য! কাজটা আপনাদের মনে ধরলেই আমাদের এই পরিশ্রম কাজে আসবে! উইশ আস লাক, ফোকস! প্রেমের তরী যেনো ঠিকমতো  বাইতে পারি!’

সারাবাংলা/এজেডএস

ওটিটি প্ল্যাটফর্ম মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর