এ বছরই শেষ হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’
২৮ জানুয়ারি ২০২১ ১৯:৪৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২০:৪৫
নবীন নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করছেন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১৫ জানুয়ারি। মহরতের পর ৩ বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও শেষ হয়নি এর শুটিং। তবে পরিচালক জানালেন এ বছরই শুটিং শেষ হবে ছবিটির।
ছবিটির দীর্ঘসূত্রিতার কারণ নিয়ে পরিচালক আরিফুর জামান আরিফ সারাবাংলাকে বলেন, ‘আমাদের শুরু থেকেই প্ল্যান ছিল ২ বছরে শেষ করার। সে অনুযায়ী গত বছরের এপ্রিলে আমাদের শেষ শুটিং করার কথা ছিল। কিন্তু এর আগেই তো সারা পৃথিবীতে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলো, লকডাউন শুরু হলো। সব মিলিয়ে পরিকল্পনা ভেস্তে গেল।’
এ বছরের জুন মাস নাগাদ ছবির সকল শুটিং শেষ করার ইচ্ছে আরিফের। তিনি জানান, ছবির সকল শুটিং শেষ হবে মাত্র ৬ দিন কাজ করলে।
ছবির কাহিনি নিয়ে আরিফ বলেন, ছবিতে লেখক শরৎচন্দ্রের ব্যক্তিগত কোনো দিক তুলে ধরা হবে না। ছবিটি নির্মাণ করা হবে তার সৃষ্টিশীল কর্মপরিধি নিয়ে।
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত। পাবর্তী চরিত্রে অভিনয় করছেন পপি, দেবদাসের চরিত্রে ফেরদৌস। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন আমিন খান, মৌসুমি হামিদ, তমা মির্জা, তামান্না সম্পা প্রমুখ।
ছবিটি প্রযোজনা করছে ইভেন্ট প্লাস ও এম আর ফিল্মস।
সারাবাংলা/এজেডএস
আমিন খান কাঠগড়ায় শরৎচন্দ্র গাজী রাকায়েত তমা মির্জা তামান্না সম্পা পপি ফেরদৌস মৌসুমি হামিদ