Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিশো-মেহজাবীনের ‘গোলমরিচ’


২৮ জানুয়ারি ২০২১ ১৭:২৭

আওয়াজ রেল স্টেশনে নেমে কোন রকমে ফোন ডায়েল করে কাঁধের চাপে কানে ধরে। দুই হাতে মানিব্যাগে পকেটের অবস্থাটা বোঝার চেষ্টা করছে। ঠিক সেই সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু। কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে । নিতু সরি বলে পাড় পাওয়ার চেষ্টা করলেও খোপ করে ধরে ফেলে আওয়াজ। ক্ষতিপূরণ ছাড়া কোন ভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেন ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড় বান্দা। চিৎকার চ্যাচাম্যাচিতে পাবলিক জমে যায়। বাধ্য হয়ে নিতু আওয়াজসহ মোবাইল রিপিয়ারের দোকানে নিয়ে যায়। সেখানে গিয়ে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে জেনে আওয়াজের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ সে যে বাসায় উঠবে , চাকরীর ইন্টারভিউ এর প্রবেশপত্র সংগ্রহ করবে তাদের ফোন নাম্বার বাসার ঠিকানা সবই ওই ফোনেই ছিলো। তার একটি নাম্বারও মুখস্ত নেই। নিতু আওয়াজকে থামিয়ে বলে তার চেয়েও নিজের বেশী ক্ষতি হয়েছে। কারণ সে বাসা থেকে পালিয়েছে চট্টগ্রামে তার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। আওয়াজের কারণে আজকে সে ট্রন মিস করেছে। বাসায় চিঠি রেখে এসেছে তার পক্ষে বাড়ি ফেরা আর কোন ভাবেই সম্ভব নয়। তাহলে এখন তারা কি করবে?

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো শুক্রবারের স্পেশাল নাটক ‘গোলমরিচ’। রাজিব আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী প্রমুখ।

‘গোলমরিচ’ নাটকটি প্রচারিত হবে শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে।

আফরান নিশো আরটিভি নিশো-মেহজাবীনের ‘গোলমরিচ’ মেহজাবীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর