Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরোনো সম্পর্ক ফিরিয়ে আনার গল্প ‘মনে পড়ে’


২৮ জানুয়ারি ২০২১ ১৫:১৬

পুরোনো সম্পর্ক ফিরিয়ে আনার গল্প বললেন মুনতাহা বৃত্তা। আর এই গল্পে নির্মিত হলো একক নাটক ‘মনে পড়ে’। এল আর সোহেল-র পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, এস এন জনি, ঝিলিক, আজম খান, শেখ স্বপ্না, জ্যোতি ইসলাম, মাসুম রেজোয়ান, কে এস কৃষ্ণ প্রমূখ।

‘মনে পড়ে’ নাটকের গল্পে দেখা যায়, তমা এবং জাভেদ তুমুল প্রেম ক্যাম্পাস কাঁপিয়েছে। মাস্টার্সের শেষে তারা বিয়ে করার সিন্ধান্ত নেয়। জাভেদের পরিবার তমাকে খুশি মনে মেনে নিলেও, তমার পরিবার আপাতত বেকার জাবেদকে মেনে নেয় না। তারা ধনী ও প্রতিষ্ঠিত এক ছেলের সাথে বিয়ে ঠিক করে। তমার ভালবাসা পরিবারের যুক্তির কাছে হেরে যায়। ধুমধাম করে তমার বিয়ে হয় হাবিবের সাথে। সে চলে যায় নতুন শহরে। আর জাভেদকে দিয়ে যায় যন্ত্রনার একলা ঘর। কেটে যায় সাত বছর। জাভেদ জানতে পাওে, তমা চলে এসেছে। ডিভোর্সের আবেদন করেছে তমা। জাভেদ নিজেকে সামলে রাখতে পারে না। তমাকে জাভেদ জানায়, সে পুরোনো দিন ফিরে পেতে চায়।

নাটকটি প্রচারিত হবে শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

ইরফান সাজ্জাদ একক নাটক ‘মনে পড়ে’ এল আর সোহেল এস এন জনি ঝিলিক তাসনুভা তিশা মুনতাহা বৃত্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর