Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে ডিসেম্বরে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১ ২১:০৪

কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সকলেই অঙ্কুশ ও ঐন্দ্রিলার প্রেমের খবর জানা। গত বছর করোনাকালীন লকডাউনে অঙ্কুশের বাড়ি এসে থেকেছিলেন ঐন্দ্রিলা। তখন সবাই ভেবেছিলেন তারা দুজন বিয়ে করে ফেলেছেন। তবে তারা জানালেন, তাদের দুজন বিয়ে করছেন এ বছরের ডিসেম্বরে।

ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘণ্টা জানাচ্ছে, তাদের সম্পর্কের ইতোমধ্যে ১০ বছর হয়ে গেছে। তাই তারা চাচ্ছেন খুব শিগগিরই বিয়েটা সেরা ফেলতে।

বিজ্ঞাপন

ঐন্দ্রিলা সেন জানান, ডিসেম্বরে অন্য কোন রীতিতে নয় বাঙালী রীতে তাদের বিয়ে করার পরিকল্পনা রয়েছে। সাজগোজেও থাকবে পুরোপুরি বাঙালিয়ানা।

ঐন্দ্রিলা বলেন, প্রচুর বাংলা ধারাবাহিকে আমাকে বিয়ের সাজে সাজতে হয়েছে। তাই নিজের বিয়ের সাজটা একটু হলেও আলাদা করতে চাই। রিসেপশনে গাউন পরার ইচ্ছা রয়েছে।

বিয়ের মেনুতে কী রকম খাবার থাকছে? সে প্রসঙ্গে ঐন্দ্রিলা জানান, রকমারি খাবার রাখার পরিকল্পনা রয়েছে। ঠিক কী কী থাকবে সেটা ঠিক হয়নি।

সারাবাংলা/এজেডএস

অঙ্কুশ ঐন্দ্রিলা বিয়ে

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর