যোগাসনে মগ্ন অন্তঃসত্ত্বা কারিনা (ফটোস্টোরি)
২৫ জানুয়ারি ২০২১ ২১:২৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ২১:৩৭
২০২০ সালে বলিউডের সিনেপাড়ায় যখন একের পর এক খবরে মন খারাপ করা খবরে সবাই ব্যথিত, ঠিক তখনই বলিউডের বাতাসে উড়ে আসে এক সুখবর। আবার মা হচ্ছেন কারিনা কাপুর খান! স্বাভাবিকভাবেই এমন খবর শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে। আর বাবা-মা হবার এই সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই জানিয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস খান। লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সংসারে একজন নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। এত ভালবাসা আর শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সাইফ ও কারিনা।’
চার বছর আগে প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। জন্ম হয় তৈমুর আলি খানের। তারই চার বছরের জন্মদিনে এক ঘোষনায় মা কারিনা কাপুর জানিয়েছিলেন, প্রথমবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি তিনি ফুটিয়ে তুলবেন একটি বইয়ে। নাম- ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। নিজের প্রথম বইয়ের কথা ঘোষণা করে অভিনেত্রী লেখেন, ‘যারা মা হতে চলেছেন, এই বই তাদের জন্যই। সকাল থেকে রাত- গর্ভবতী অবস্থার আমার সব ঘটনা থাকবে এখানে।’ জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় ফিট থাকার উপায় আর সুস্থ থাকার ডায়েট চার্টও শেয়ার করবেন কারিনা।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন নিজের অন্তঃসত্ত্বা অবস্থায় যোগাসনের ছবি। যেখানে কখনও গোলাপী আবার কখনও কালো রঙের পোশাকে যোগ করতে দেখা যাচ্ছে করিনাকে। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অবস্থায় কারিনা যে পুরোদমে সমস্ত কাজ করছেন, তা আবারও নায়িকার ফটোশুট থেকে স্পষ্ট—
২০১২ সালে বিয়ে হয় সাইফ আলী খান ও কারিনা কাপুরের। তারপর থেকে দাম্পত্য জীবন বরাবরই লাইমলাইটে। সবসময়ই খবরের শিরোনামে থাকা এই দম্পতিকে নিয়ে চর্চা আরও বাড়ে ২০১৬ সালে তাদের প্রথম সন্তান তৈমুর’র জন্মাবার পর থেকে। এদিকে কারিনার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে যখন আলোচনা তুঙ্গে, এমনই সময়ে কারিনার বাবা রণধীর কাপুর ভারতীয় গণমাধ্যমে মন্তব্য করেছেন, ‘যে কোনও পরিবারে দুই সন্তান থাকা কাম্য। পরিবারে ভারসাম্য আসে। দু’টি বাচ্চা থাকলে দু’জন দু’জনকে সময় দিতে পারে’।
ছবি: ইন্সটাগ্রাম
অন্তঃসত্ত্বা কারিনা কারিনা কাপুর খান কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল তৈমুর আলী খান সাইফ আলী খান