এলো ‘স্ফুলিঙ্গ’র এক ঝলক
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১৪:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৪:৩৯
২৫ জানুয়ারি ২০২১ ১৪:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৪:৩৯
তৌকির আহমেদ নির্মাণ করেছেন ‘স্ফুলিঙ্গ’। ছবিটির একটি ৩৪ সেকেন্ডের এক ঝলক প্রকাশিত হয়েছে। যাকে তারা বলছেন ছবির ফার্স্ট লুক।
স্বল্প সময়ের ফার্স্ট লুকে একটি কনসার্টের চিত্র উঠে এসেছে। যেখানে দর্শক সারির মাঝে দেখা গেছে পরীমনিকে। যিনি ছবিতে দিবা চরিত্রে অভিনয় করছেন।
তৌকির আহমেদ জানান, ‘স্ফুলিঙ্গ’-এ দুই প্রজন্মের গল্প তুলে ধরা হবে। থাকছে একটি ব্যান্ডের কাহিনিও। মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এতে।
ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।
সিনেমাটির সংগীত পরিচালনার করছেন পিন্টু ঘোষ। চলচ্চিত্রটি প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।
সারাবাংলা/এজেডএস