Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত পেরোলেই বিয়ে, আলিবাগের রিসোর্টে বরুণ-নাতাশা


২৩ জানুয়ারি ২০২১ ১৬:৩৯

আজ রাত পেরোলেই বিয়ে। রোববার (২৪ জানুয়ারি) মুম্বাইয়ের অদূরে আলিবাগের পাঁচতারা এক রিসোর্টে বসবে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের আসর। রিসর্টের নাম ‘দ্য ম্যানসন হাউস’। দারুণ সূর্যাস্ত দেখা যায় এই রিসর্ট থেকে। জানা গেছে, গোধূলিতেই বিয়ে করার পরিকল্পনা ছিল বরুন-নাতাশার। তাই বিয়ের জন্য এই রিসোর্টকেই বেছে নিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই আলিবাগে পৌঁছে গিয়েছেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের পরিবারের সদস্যরা। ২৩ জানুয়ারি হবে মেহন্দির অনুষ্ঠান। মেহেন্দির জন্য নিয়ে আসা হয় বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী বীণা নাগডাকে। তার হাতেই মেহেন্দি পরে সঙ্গীতের অনুষ্ঠানে হাজির হবেন নাতাশা।

বিজ্ঞাপন

শুক্রবার সকালেই পরিবারের সঙ্গে এই রিসোর্টে পৌঁছেছেন বরুণ এবং নাতাশা। তার আগের দিন পাঞ্জাবি রীতি মেনে চুন্নি অনুষ্ঠান হয়েছে নাতাশার বাড়িতে। জানা গেছে, নতাশা নিজেই একজন ফ্যাশন ডিজাইনার। তাই নিজের বিয়ের পোশাক নিজেই ডিজাইন করেছেন তিনি। এদিকে বরুণের পোশাকের দায়িত্ব নিয়েছেন বলিউডের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

নানা রঙের তাজা ফুল দিয়ে সেজে উঠেছে ‘দ্য ম্যানসন হাউস’। ফুলের তালিকায় রয়েছে গোলাপ থেকে রংবেরঙের অর্কিডও। বিলাসবহুল রিসর্টের প্রতিটি কোণায় রয়েছে গ্ল্যামারের ঝলকানি। অতিথিদের থাকার জন্য আলাদা বিলাসবহুল ঘরের ব্যবস্থা তো রয়েছেই, পাশাপাশি খোলা আকাশের নীচে বিশ্রামের জন্য সাদা কাপড়ে মোড়া তাঁবুও রয়েছে।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই আমন্ত্রিতদের তালিকা ৪০ থেকে ৫০ জনের মধ্যে রাখা হয়েছে। তবে তা বলে বলিউডের তারকারা বাদ যাবেন না। জানা গেছে, বরুণ ধওয়নের বিয়ের এক্সক্লুসিভ অতিথি তালিকায় রয়েছেন সালমান খান, করন জোহর, আলিয়া ভাট, রণবীর কপূর, ক্যাটরিনা কাইফ এবং আরও কয়েকজন বন্ধু। তবে বিয়ের ভেনুতে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন ডেভিড ধাওয়ান। ওয়েডিং প্ল্যানার ও রিসোর্টের কর্মীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না। ছবি তুলতে পারবেন না আমন্ত্রিতরাও।

বিজ্ঞাপন

ছোটবেলা থেকে বন্ধুত্ব বরুণ-নাতাশার। ষষ্ঠ শ্রেণিতে প্রথম নাতাশার সঙ্গে পরিচয় বরুণের। তার পর থেকেই খুব ভাল বন্ধু হয়ে ওঠেন দু’জনে। কিন্তু একে অপরের প্রেমে পড়েন দ্বাদশ শ্রেণিতে বাস্কেটবল খেলার সময়। তবে ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন বলিউডের নয়া ‘কুলি নম্বর ওয়ান’। যদিও সম্প্রতি নিজেই নাতাশার কথা জানিয়েছিলেন প্রকাশ্যে। এবার দীর্ঘদিনের প্রেম পরিণয়ে বদলে যেতে চলেছে।

ডেভিড ধাওয়ান নাতাশা দালাল বরুণ ধাওয়ান বরুণ ধাওয়ানের বিয়ে বরুণ-নাতাশা বলিউড অভিনেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর