Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমূল-নীলিমার ‘অপেক্ষার ফটোগ্রাফি’


২৩ জানুয়ারি ২০২১ ১৫:১৭

একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছবির প্রদশর্ণীর সুবাদে নীলিমার সাথে নাটকীয়ভাবে পরিচয় হয় শিমুলের। শিমুলের ফটোগ্রাফিতে মুগ্ধ হয় নীলিমা, সেই থেকেই বন্ধুত্ব, গভীরতা বেড়ে হয় প্রেম। বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তারা। শিমূল ভুলে যায় পরিবারের চাপ, এমবিএ করতে হবে দেশের বাইরে গিয়ে। সব ভুলে নীলিমা আর ফটোগ্রাফি হয়ে উঠে তার জীবন। ফুল আর প্রকৃতির পাশাপাশি নীলিমার ছবিও তোলে শিমূল। কিন্তু নীলিমা এসব ছবি কাউকে দেখাতে না করে। কিন্তু একবার শিমুলের একক প্রদর্শনীতে অন্যান্য ছবির সাথে স্থান পায় নীলিমার কিছু ছবিও। প্রচন্ড রেগে যায় নীলিমা। কী হবে এখন?

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’। শিখর শাহনিয়াতের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন, আফরান নিশো, মম শিউলী, শান্তা জাহান, দেওয়ান শাওন, আলোক প্রমূখ।

একক নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ প্রচারিত হবে শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

আফরান নিশো একক নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ মম শিউলী মেহজাবীন

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর