Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঁচে থাকলে আজ ৩৫-এ পা দিতেন সুশান্ত


২১ জানুয়ারি ২০২১ ১৬:৪৯

বেঁচে থাকলে আজ ৩৫-এ পা দিতেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ভাল সিনেমা উপহার দিতেন, কিংবা মহাকাশে যাওয়ার প্রস্তুতিও নিতেন। কিন্তু গতবছরের ১৪ জুন সব সম্ভাবনাই তছনছ করে পরলোকে চলে গিয়েছেন তিনি।

মহাকাশ নিয়ে বরাবরই কৌতূহলী ছিলেন সুশান্ত সিং। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে নিয়মিত চর্চা করতেন। পড়াশোনাতেও ছিলেন বেজায় তুখোড়। তাই সিনেমা, শুটিংয়ের মাঝে কখনও সুযোগ পেলেই বসে পড়তেন মহাকাশচর্চায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহ, নক্ষত্র দেখতে বাড়ির বারান্দায় রীতিমতো বসিয়ে ফেলেছিলেন একটি টেলিস্কোপও। মাঝে মধ্যেই তাতে চোখ দিয়ে হারিয়ে যেতেন মহাকাশে। আর ভাই সুশান্তের এমন মহাকাশপ্রেমের জন্য এবার তার জন্মদিনে বড়সড় উদ্যোগ নিল তার পরিবার তথা বোন শ্বেতা সিং কীর্তি। অ্যাস্ট্রোফিজিক্স পড়ুয়াদের জন্য ঘোষণা করলেন বৃত্তি।

বিজ্ঞাপন

বছর গড়াতে চললেও পরিবার, অনুরাগীরা তার এই আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। পরিবার-পরিজনের কাছে এখন তার স্মৃতিটুকুই সম্বল। সেই স্মৃতিটুকু অক্ষয় করে রাখতে এবার সুশান্তের জন্মদিনে ৩৫ হাজার মার্কিন ডলারের বৃত্তি ঘোষণা করলেন সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তি। ইউসি বার্কলেতে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে আসা যে কোনও ছাত্রই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামেই একথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন ‘সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ড’-এর কথা।

এর পাশাপাশি আবেগঘন ভাষায় শ্বেতা লেখেন, ‘আমি তার কাছে কৃতজ্ঞ যে এই কাজটা সফল করেছে। তুমি যেখানেই থেকো ভাল থেকো। আদরের ভাই তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা। অনেকটা ভালবাসা।’ এরপর পোস্টের সঙ্গে একটি লিংকও জুড়ে দেন কীর্তি।

বিজ্ঞাপন

কেবল সুশান্তের পরিবারই নয়, তার অগণিত অনুরাগীও সোশ্যাল মিডিয়ায় আবেগে ভেসে গিয়েছেন। এক সুশান্ত-ভক্তকে লিখতে দেখা যায়, ‘বলিউডের ইতিহাসে কোনও অভিনেতার জন্মদিনেই এমন উদযাপন চোখে পড়েনি’। অনেকেরই মতে, রাত বারোটার পর থেকেই যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার জন্মদিন নিয়ে আবেগ চোখে পড়েছে, তা যেন সত্যিই নজিরবিহীন।

প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় সুশান্তের মৃতদেহ পাওয়া যায় তারই ফ্ল্যাটে। এরপর থেকেই দানা বাঁধে বিতর্ক। মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বললেও পরে ক্রমশ ঘনীভূত হতে থাকে রহস্য। যদিও সুশান্তের মৃত্যুতে আত্মহত্যার তত্ত্বই এখনও পর্যন্ত জোরালো। তার অটোপ্সির রিপোর্ট খতিয়ে দেখে এইমসের ফরেনসিক বিশেষজ্ঞরা সিবিআইকে তেমনই রিপোর্ট জমা দিয়েছেন বলে জল্পনা। দাবি, ওই বিশেষজ্ঞরা খুনের সপক্ষে কোনও প্রমাণ পাননি। কিন্তু সেই রিপোর্ট জমা দেওয়ার পরও সিবিআই তাদের তরফে কোনও ঘোষণা করেনি। অপেক্ষা ক্রমশ দীর্ঘ হচ্ছে তার অনুরাগীদের।

বলিউড অভিনেতা বেঁচে থাকলে আজ ৩৫-এ পা দিতেন সুশান্ত শ্বেতা সিং কীর্তি সুশান্ত সিং রাজপুত সুশান্তের মৃত্যুরহস্য

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর