শাপলা মিডিয়ার তিন ছবিতে সাইমন-মাহি
১৮ জানুয়ারি ২০২১ ১৭:৫৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৮:০৩
ঢালিউড ইন্ডাস্ট্রিতে এ মুহুর্তে অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। শাকিব খান, বুবলি ও কলকাতার দেবের পর এতে এবার যুক্ত হলেন ‘পোড়ামন’ জুটি সাইমন ও মাহি। তারা দুজন প্রতিষ্ঠানটির তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ এবং শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ ছবিগুলোতে অভিনয় করবেন সাইমন-মাহি।
এ প্রসঙ্গে সাইমন বলেন, শাপলা মিডিয়ার মত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কাজ করতে পারা সৌভাগ্যের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমাকে নিজের ছেলের মতো আদর করেন। সকলের কাছে দোয়া চাই যাতে আমরা ছবিগুলো সুন্দরভাবে করতে পারি।’
সাইমন-মাহি জুটির ‘পোড়ামন’ ও ‘জান্নাত’ মুক্তি পেয়েছে ইতোমধ্যে। ছবিগুলো ব্যবসায়িক সফলতাও পেয়েছে। দুটির মধ্যে ‘জান্নাত’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। তাদের জুটি ‘আনন্দ অশ্রু’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
‘দর্শকরা এর আগে আমার আর মাহির জুটি পছন্দ করেছেন। আশা করছি ছবি তিনটিতেও আমরা দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস’— বলেন সাইমন।
‘গ্যাংস্টার’ ছবিতে সাইমন-মাহির সঙ্গে থাকছেন শান্ত খান।
জানা গেছে, তিনটি ছবির মধ্যে শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’ ছবিটির শুটিং সবার আগে শুরু হবে।
সারাবাংলা/এজেডএস