Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘নোনা জলের কাব্য’


১৬ জানুয়ারি ২০২১ ১৫:১৭

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম ফিচার ফিল্ম ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটারস’ বা ‘নোনা জলের কাব্য’। বাংলাদেশের সরকারি অনুদানের পাশাপাশি সম্মানজনক একাধিক আন্তর্জাতিক তহবিল জেতা এই ছবি গত বছর করোনাকালে প্রিমিয়ার হয়েছিল যুক্তরাজ্যে। এবার সেই ছবি পুরস্কার জিতে নিল কলকাতায়। এর আগে লন্ডন ছাড়াও ‘নোনা জলের কাব্য’ বুসান, তুরিনো, সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। এছাড়াও গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবের ‘ইঙ্গমার বার্গম্যান অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘নোনা জলের কাব্য’। সুইডেনের গুটেনবার্গে ২৯ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।

বিজ্ঞাপন

‘নোনা জলের কাব্য’ কলকাতায় পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ছবির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত জানালেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি। উৎসবের শেষ দিনে শুক্রবার এ ঘোষণা আসে। সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাওয়া এই ছবিটি মে মাসের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানালেন এর নির্মাতা।

জেলেপাড়ার জীবন নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমানসহ অনেকে।

অশোক ব্যাপারী আমিনুর রহমান কলকাতার চলচ্চিত্র উৎসব তাসনুভা তামান্না তিতাস জিয়া নোনা জলের কাব্য ফজলুর রহমান বাবু রেজওয়ান শাহরিয়ার সুমিত শতাব্দী ওয়াদুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর