Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করেছেন হাবিব ওয়াহিদ


১২ জানুয়ারি ২০২১ ১৫:৫১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৬:০৫

সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ সম্প্রতি বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী সিফা। তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত। হাবিব তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানিয়েছেন।

হাবিব স্ট্যাটাসে লেখেন, ‘আমি আপনাদের আমার ব্যক্তি জীবনে হঠাৎ আসা কিছু পরিবর্তনের কথা শেয়ার করতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (সিফা)।’

তিনি সুবশেষ সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘আপনারা জানেন পুরো পৃথিবী করোনা মহামারীর কারণে খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই স্বল্প পরিসরে আমাদের বিয়ের অনুষ্ঠানটি সারতে হয়েছে।’

কবে বিয়ে করেছেন এ বিষয়ে জানতে হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে হাবিব ওয়াহিদের বাবা কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ জানান, তিনি ১১ জানুয়ারি রাতে ছেলের বিয়ের খবরটি জানতে পেরেছেন। তিনি ছেলে এবং তার বউয়ের জন্য শুভ কামনা জানান।

আফসানা চৌধুরী সিফা হাবিব ওয়াহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর