Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকের নতুন সিনেমা ‘হাহাকার’


১১ জানুয়ারি ২০২১ ১৬:৫৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নতুন একটি সিনেমার নাম ঘোষণা করেছেন। ‘হাহাকার’ নামের সিনেমাটি নির্মাণ শুরু হবে আগামী মার্চ মাস থেকে।

মানিক সোমবার (১১ জানুয়ারি) দুপুরে ‘হাহাকার’-এর ঘোষণা দেন। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আরেক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কাহিনিকার সুদীপ্ত সাইদ খান।

সারাবাংলাকে মানিক বলেন, আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন বিষয় নিয়ে হাহাকার থাকে। এ হাহাকার নিয়েই আমাদের ছবির গল্প।

এ সিনেমার গল্পে নায়ক হিসেবে সাইমনের কথা ভেবে রেখেছেন মানিক। সাইমনের বিপরীতে দুই জন নায়িকা থাকবে। তবে এখন পর্যন্ত কোন অভিনয়শিল্পীর সঙ্গে চুক্তি হয়নি। প্রযোজনা করছে এমএস মুভিজ।

‘হাহাকার’-এর আগে মানিক শুটিং করবেন ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটির। যেটির প্রধান চরিত্রে অভিনয় করবেন মাহিয়া মাহি ও আদর আজাদ চৌধুরী।

মানিক কিছুদিন আগে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ শেষ করেছেন। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এছাড়া কিছু শুটিং বাকি রয়েছে ‘আশীর্বাদ’-এর।

মোস্তাফিজুর রহমান মানিক হাহাকার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর