Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েব ফিল্ম বানাচ্ছেন উজ্জ্বল


৭ জানুয়ারি ২০২১ ১৮:৩৫

গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম। তবে সিনেমাটির নাম কিংবা অভিনয়শিল্পী কোন কিছুর ব্যাপারে বলতে রাজি হননি উজ্জ্বল।

‘প্রযোজনা সংস্থা থেকে শুধু আমি একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি—এতটুকু বলার অনুমতি রয়েছে’- সারাবাংলাকে বলেন উজ্জ্বল। তবে জানান, ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মত এটির গল্পও সুরিয়ালিজম ভিত্তিক।

তিনি জানান, আগামী ১৩ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। শুটিং হবে টানা ৭ দিন।

এদিকে উজ্জ্বল জানান, ‘ঊনপঞ্চাশ বাতাস’ নতুন করে মুক্তির পরিকল্পনা করছেন।

তিনি বলেন, আমাদের ইচ্ছে আছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সিনেমা হলে দর্শক আগের মত আসা শুরু করলে আমরা আবার ছবিটি মুক্তি দিব। এ ব্যাপারে আমরা সিনেপ্লেক্সের (স্টার) সঙ্গে কথা বলছি।

মাসুদ হাসান উজ্জ্বল নাট্যকার ও পরিচালক টেলিভিশনের জন্য বানিয়েছেন ‘ছায়াফেরী’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘থতমত এই শহরে’, ‘অর্থহীন মানিপ্ল্যান্ট’, ‘কাগজ কার্বনের সম্মোহন’, ‘কালো বরফ জমাট অন্ধকার’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ফসিলের কান্না’। a

ঊনপঞ্চাশ বাতাস ওয়েব ফিল্ম মাসুদ হাসান উজ্জ্বল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর