Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারিতে শেষ হবে ‘অপারেশন সুন্দরবন’


৭ জানুয়ারি ২০২১ ১৭:০৫

সুন্দরবনে র‍্যাবের বিভিন্ন অভিযান নিয়ে দীপংকর দীপন নির্মাণ করছেন ‘অপারেশন সুন্দরবন’। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া সিনেমাটির শুটিং করোনার কারণে কয়েক ধাপে হয়েছে। এখন বাকি রয়েছে একটি মাত্র গানের শুটিং। যেটির শুটিং হবে আগামী ফেব্রুয়ারিতে।

দীপংকর দীপন জানান, ‘ফেব্রুয়ারিতে গানের শুটিং শেষ হলেই ছবির সকল শুটিং শেষ হবে। এরপর যত দ্রুত সম্ভব আমরা পোস্টের কাজ শেষ করে ছবি মুক্তি দিব।’

বিজ্ঞাপন

এ মাসেই ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার টিজার আসবে বলে জানালেন দীপন। তিনি বলেন, ‘ছবিটির টিজার প্রকাশের পর আমি নতুন একটি ছবির নাম ঘোষণা করবো। ওই ছবির ব্যাপারে এখন বিস্তারিত কিছু বলতে চাই না।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান ও মনোজ প্রামানিক।

সিনেমাটিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

অপারেশন সুন্দরবন জিয়াউল রোশান দীপংকর দীপন নুসরাত ফারিয়া রিয়াজ সিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর