বয়োবৃদ্ধ এক মায়ের গল্প ‘মিস ইউ’
৭ জানুয়ারি ২০২১ ১৫:৫০
বয়োবৃদ্ধ এক মায়ের গল্প নিয়ে নির্মিত হলো একক নাটক ‘মিস ইউ’। বরজাহান হোসাইনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কে এম নাঈম। নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, গোলাম কিবরিয়া তানভীর, তানজিকা আমিন প্রমূখ।
‘মিস ইউ’ নাটকের গল্পে দেখা যায়, এক মা তার একমাত্র ছেলের সংসারে আছেন। সাথে আরো আছেন ছেলের বউ আর এক নাতনি। ছেলে তার অফিস আর মিটিং নিয়ে সারাক্ষণ ব্যস্ত। মায়ের সাথে দেখা সাক্ষাত হয়না বললেই চলে। মা ফোন দিয়ে খোঁজ নিলেও ছেলের সময় নেই। ছেলের বউ নিজের কাজকর্ম, মেয়ের স্কুল, পড়াশোনা নিয়ে ব্যস্ত। বৃদ্ধা শ্বাশুড়িকে দেয়ার মতো সময় নেই কার। আর কোন উপায়ন্তর না দেখে নিজের সময় কাটানোর জন্য মা বেছে নেন ফেসবুক, হোয়াটসএ্যাপ, ভাইবারের মতো ডিজিটাল দুনিয়া। তার একজন ভালো বন্ধুও জুটে যায়। এখন সে তাকে নিয়ে সারাদিন ব্যস্ত। তারা দেখা করে, বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়ায়, প্রেম জমে উঠে। একসময় তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। কিন্তু…!
শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯ টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে এই একক নাটক ‘মিস ইউ’।
আবুল হায়াত একক নাটক ‘মিস ইউ’ এনটিভি কে এম নাঈম গোলাম কিবরিয়া তানভীর তানজিকা আমিন দিলারা জামান বরজাহান হোসাইন