Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাওন গানওয়ালার ‘স্বপ্ন নিয়ে চলা’


৩ জানুয়ারি ২০২১ ১৮:৪৫

এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান গায়ক শাওন গানওয়ালা। দুর্দান্ত গায়কী দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার কণ্ঠে বেশ কিছু গান ইতোমোধ্যে জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে শ্রোতাদের কাছে তার গানের চাহিদাও এখন উল্লেখযোগ্য। সেই শ্রোতাদের জন্য শাওন গানওয়ালা প্রকাশ করলেন ‘স্বপ্ন নিয়ে চলা’।

জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন সজীব খান ও আনিকা আক্তার।জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটি গেয়েছেন শাওন গানওয়ালা। সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহিন। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। এটি নির্মাণ করেছেন জিয়া উদ্দিন আলম ।

বিজ্ঞাপন

ঢাকার মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারণ হয়েছে।

শাওন গানওয়ালার ছয় বছর বয়সেই গানে হাতেখড়ি। এর পর শুধু গান আর গান। শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সংগীতে স্নাতক আর নজরুল সংগীতে স্নাতকোত্তর শাওন গানওয়ালা একজন সংগীতের শিক্ষক। উত্তরায় অবস্থিত ব্র্যান্ড দিল্লি পাবলিক স্কুলের সংগীত বিভাগের প্রধান। সেই সাথে রেডিও ক্যাপিটালের সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘ব্যাকস্ট্রিট ভয়েস’-এর সঞ্চালক তিনি।

শাওন গানওয়ালা স্বপ্ন নিয়ে চলা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর