Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছানো হলো ‘ক্যাশ’র শুটিং


১ জানুয়ারি ২০২১ ১৭:১৯

২ জানুয়ারি থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘ক্যাশ’-এর। নিরব ও পূজা অভিনীত ছবিটির শুটিং পেছানো হয়েছে। গত ২৪ ডিসেম্বর নিরবের মা মারা যান। তার প্রেক্ষিতে শুটিং পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক সৈকত নাসির।

সৈকত নাসির বলেন, ‘যেহেতু নিরবের মা মারা গিয়েছেন ৪০ দিন এখনও হয়নি তাই তিনি এর আগে শুটিংয়ে অংশ নিতে পারবেন না। তাই এমন পরিস্থিতিতে আমরা শুটিং পিছিয়ে দিয়েছি।’

বিজ্ঞাপন

পিছিয়ে শুটিং হবে ১ এপ্রিল। এ তারিখ ৪০ দিনের চেয়ে অনেক বেশি হয়ে যায়। এত দেরিতে কেন হবে?

“আসলে এর মাঝে আমার আরেক ছবি ‘মাসুদ রানা’র শুটিং রয়েছে। যেহেতু ‘ক্যাশ’র শুটিং পেছানো হচ্ছে তাই আমরা ‘মাসুদ রানা’র শুটিং এগিয়ে এনেছি”— বলেন সৈকত নাসির।

‘ক্যাশ’-এ নিরব ও পূজা ছাড়া আরও আছেন জান্নাতুন নাঈম এভ্রিল। থ্রিলার অ্যাকশনধর্মী ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।

 স্বদেশ এন্টারপ্রাইজের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ।

ক্যাশ নিরব পূজা সৈকত নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর