Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে নিয়ে মেয়ের গান


১৭ মার্চ ২০১৮ ১৪:২৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৪:৩০

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট ।। 

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা বুলবুল আহমেদ। সম্প্রতি বুলবুল আহমেদকে নিয়ে গান গেয়েছেন মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। ‘উত্তরসূরী’ শিরোনামের গানটি লিখেছেনও ঐন্দ্রিলা নিজে। বাবা দিবস উপলক্ষে তৈরি করা গানটির সুর করেছেন মুরাদ নূর, সঙ্গীতায়োজনে ছিলেন রাজন সাহা। ইতিমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

বাবাকে নিয়ে গান প্রসঙ্গে ঐন্দ্রিলা আহমেদ বলেন, ‘বাবার জন্যই আজকের আমি। আমি অভিনেত্রী, গায়িকা নই। একান্তই নিজের জন্য গান গাই। পৃথিবীর সকল বাবাদের জন্য গানটি করা। তাই বিশ্বাস করি আমার মতো সকল শুদ্ধ সন্তান গানটি গেয়ে এবং শুনে অন্তরে লালন করে গর্বিত হবেন।’

গান গাওয়া ঐন্দ্রিলার জন্য নতুন না। এর আগে তিনি অনেকগুলো বিজ্ঞাপন ও সিনেমায় গান গেয়েছেন। ‘গরম হাওয়া’ ছবিতে প্রতিথযশা শিল্পী সৈয়দ আব্দুল হাদীর সঙ্গেও গান গেয়েছেন তিনি। তবে বাবাকে নিয়ে গাওয়া গানটি তার কাছে গুরুত্বপূর্ণ কারণ গানটি তিনি গেয়েছেন নিজের বাবাকে নিয়ে।

প্রসঙ্গত, ঐন্দ্রিলার বাবা বাংলা চলচ্চিত্রের অসম্ভব শক্তিমান চিত্রনায়ক বুলবুল আহমেদ ২০১০ সালের ১৪ জুলাই মারা যান।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর