Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ি ফিরলেন কোরিওগ্রাফার রেমো ডি’স্যুজা


২০ ডিসেম্বর ২০২০ ১৪:১৩

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’স্যুজা। এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন তিনি। গত শুক্রবার (১১ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হার্টে ব্লকেজ থাকায় অ্যাঞ্জিওগ্রাফিও করতে হয়েছিল। ছিলেন আইসিইউতে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে ইনস্টাগ্রাম পেজে শুভানুধ্যায়ীদের উদ্দেশে একটি ভিডিও শেয়ার করলেন রেমো। লিখলেন, ‘ধন্যবাদ আপনাদের ভালবাসা, প্রার্থনা এবং আশীর্বাদের জন্য। আমি ফিরে এসেছি।’

বিজ্ঞাপন

এক সপ্তাহ বাদে বাড়ি ফিরে রেমোর মুখেও হাসি ফুটেছে। ফিরে আসার খুশিতে সারা বাড়ি সেজে উঠেছে রং-বেরঙের বেলুনে। সেগুলোর কোনওটাতে বা লেখা ‘ওয়েলকাম হোম।’ বেলুনের ওপার থেকেই উঁকি দিয়ে অনুরাগীদের থাম্বস-আপ দেখালেন। বুঝিয়ে দিলেন যে, তিনি স্বমহিমায় ফিরে এসেছেন।

এদিকে রেমো সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধা কাপুর, ববি দেওল, টাইগার শ্রফ, টেরেন্স লুইস, গীতা কাপুরের মতো বলিউড তারকারাও। এবার আরও ক’দিন বিশ্রাম নিয়ে কাজে ফেরা শুধু সময়ের অপেক্ষা।

বলিউড কোরিওগ্রাফার বলিউড পরিচালক রেমো ডি’স্যুজা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর