Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সার আক্রান্ত আব্দুল কাদেরকে নেওয়া হলো চেন্নাই


১৭ ডিসেম্বর ২০২০ ১৫:৫৭

নন্দিত অভিনেতা আব্দুল কাদের  প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গুরুত্বর অসুস্থ এ অভিনেতাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সেখানকার ভেলোর শহরের সিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব জানান, আব্দুল কাদেরকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়ার ইচ্ছে ছিল পরিবারের। পরবর্তীতে ভিস জটিলতায় তাকে চেন্নাইয়ে নেওয়া হয়।

আব্দুল কাদেরের শরীরে টিউমার ছড়িয়ে পড়ছে। তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে আছেন। তার রক্তের হিমোগ্লোবিন পর্যায় তিনে নেমে এসেছে। নিয়মিত রক্ত দেয়া হচ্ছে তাকে।

পরিবারের সদস্যদের ইচ্ছা, কিছুটা সুস্থ হলেই তাকে দেশে ফিরিয়ে আনার। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৮ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছে পরিবার।

জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’ এ অভিনয়ের মাধ্যমে খ্যতি পান এই অভিনেতা। এরপর থেকে অগণিত নাটকে দেখা গেছে তাকে। ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্র করেও তিনি জনপ্রিয়তা পান।

আব্দুল কাদের ক্যান্সার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর