Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর নির্যাতনেই অকালে চলে গেলেন অভিনেত্রী


৮ ডিসেম্বর ২০২০ ১৮:০০

সোমবার (৭ ডিসেম্বর) ভোর ৩টা নাগাদ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগরের। মাত্র ৩৪ বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন তিনি। কিন্তু মৃত্যুর একদিন পরই দাবি করা, লম্পট স্বামীর ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে অকালেই চলে গেলেন এই অভিনেত্রী। আর এই অভিযোগ করেছেন দিব্যা ভাটনগরের ঘনিষ্ঠ বান্ধবী ও হিন্দি টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য।

বিজ্ঞাপন

দিব্যা ভাটনগরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। যাতে দেবলীনা অভিযোগ করেন, দিব্যার এই অকালে চলে যাওয়ার জন্য দায়ী তার স্বামী গগন গবরু। দেবলীনার কথায়, দিব্যাকে নিয়মিত মারধর করত গগন। এমনকী তার গয়নাও চুরি করে নিজের প্রেমিকাদের সঙ্গে সময় কাটাত।

ভিডিওতে দেবলীনা আরও জানান, এর আগে হিমাচল প্রদেশে গগনের বিরুদ্ধে নিগ্রহের মামলা হয়েছিল। তার জেরে ছ’মাস তাকে জেল খাটতে হয়েছে গগনকে। দিব্যাকে ভুল বুঝিয়ে তার কাছে ভিক্ষা চেয়ে মুম্বাইয়ে আসে গগন। দিব্যার জন্য হিন্দি টেলিভিশন জগতে তার সামান্য পরিচিতি। এরপরও নাকি দিব্যাকে মারধর করত তার স্বামী গগন। ক্রমাগত এই অত্যাচারে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী দিব্যা ভাটনগর। এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে কোভিডের ধাক্কা তার শরীর সামলে উঠতে পারেনি। প্রমাণ-সহ গগনের মুখোশ খুলে দেওয়ার হুমকি দেন দেবলীনা। গগনের অন্যান্য প্রেমিকাদেরও তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার পরমর্শ দেন তিনি।

সোমবার (৭ ডিসেম্বর) ভোর তিনটে নাগাদ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৩৪ বছরের দিব্যা। পরিবার সূত্রে জানা গিয়েছিল, করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সোমবারই দিব্যার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শোক প্রকাশ করেন দেবলীনা। তারপরই একটি ভিডিও পোস্ট করেন।

অভিনেত্রী দিব্যা ভাটনগর করোনায় মৃত্যু দেবলীনা ভট্টাচার্য হিন্দি টেলিভিশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর