Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন খান অবশেষে একসঙ্গে


২০ নভেম্বর ২০২০ ১৬:২৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৬:২৯

বলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার তিন খান—আমির খান, শাহরুখ খান ও সালমান খান। বিভিন্ন পরিচালক, প্রযোজক বিভিন্ন সময়ে অনেক চেষ্টা তদবির করেও তাদেরকে একই ছবিতে অভিনয় করাতে রাজি করাতে পারেননি। অবশেষে সে অসাধ্য সাধন হয়েছে। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে তারা এক সঙ্গে অভিনয় করবেন।

নব্বই দশকে দুই নায়কের মুখোমুখি হবে লাল সিং চাড্ডা ওরফে আমির খান। যেখানে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ মালহোত্রা শাহরুখের মুখোমুখি হবেন মিস্টার পারফেকশনস্টি। অন্যদিকে অতিচর্তিত নাম ‘প্রেম’ হয়ে ধরা দেবেন সালমান। তবে কোন সিনেমা থেকে প্রেমকে তুলে ধরা হবে এখনো ঠিক করা হয়নি।

বিজ্ঞাপন

‘লাল সিং চাড্ডা’র চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে— যেখানে লাল দশকের শীর্ষ দুই তারকার সঙ্গে দেখা করেন। সে হিসেবে আইকনিক দৃশ্যে দর্শক সালমান ও শাহরুখকে দেখতে পাবেন।

ছবিটি ভারতের স্বাধীনতার দশকে এক ব্যক্তির আত্ম অনুসন্ধানের গল্পে তৈরি হচ্ছে।

‘ডিডিএলজে’ মুক্তির প্রেক্ষাপটে শাহরুখের সঙ্গে দেখা হবে আমিরের। যেখানে তারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করবে।

সালমান ও শাহরুখকে নব্বই দশকের লুকে দেখাতে প্রস্থেথিক মেকআপ ও ভিএফএক্সের সাহায্য নেওয়া হবে।

চলতি বছরের বড়দিনে মুক্তির কথা থাকলেও করোনায় পিছিয়ে যায় অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’। শোনা যাচ্ছে, আগামী বছর একই দিনে মুক্তি পাবে ছবিটি।

আমির খান সালমান খা্‌ শাহরুখ খান