Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌমিত্রকে নিয়ে আর্কাইভ, বইমেলা


১৮ নভেম্বর ২০২০ ১৫:১২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৭:৪৬

কবিতা লিখতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেসব কবিতা কখনও কখনও কোনও গুণগ্রাহীকে ডেকে শোনাতেন। উত্তর কলকাতার যে পাড়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম, কবিতায় তার সে পাড়ার ছবি তুলে ধরছিলেন তিনি। ফুটপাত, সেখানে জীবন কাটিয়ে দেওয়া মানুষ, এই সব। কিন্তু সে কবিতা শেষ হয়নি। তার জীবনী গ্রন্থের তৃতীয় খণ্ড তৈরি। ডিসেম্বরেই প্রকাশ পাওয়ার কথা। শুধু এই দু-একটা নয়, এমন অজস্র স্মৃতি, ছড়িয়ে-ছিটিয়ে থাকা লেখা, ছবি, নাটক সবকিছু একত্রে একটা গ্যালারি করে ২০২১-এর বইমেলায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মান জানাবে কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।

বিজ্ঞাপন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ লেখা বই হয়ে বেরনোর প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে যারা জানেন তারা অনেকেই সৌমিত্রবাবুর লাল রংয়ের ডায়েরির কথা বলছেন। প্রকাশক সুধাংশুশেখরের ছেলে অপু প্রকাশনার কাজের সূত্রেই বহুবার সেই ডায়েরি দেখেছেন। বলছেন, ‘ওটা একটা খেরোর খাতা। কী নেই তাতে। প্রায় পনেরো–ষোলোটা অমন ছোট ছোট ডায়েরি আছে। দিনলিপি নয়, কিন্তু তাতে নানা সময় নানা ধরনের কাজের অভিজ্ঞতা পরপর লেখা রয়েছে।’ সেটা কি পাঠকদের সামনে আসবে কখনও? যদিও সেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পারিবারিক ব্যাপার। একেবারেই ব্যক্তিগত সম্পত্তি। তবে অপু জানালেন, ‘এটা প্রকাশিত হোক, তা সৌমিত্রবাবু কখনও চাননি’। তার কথায়, ‘এখনও পর্যন্ত সৌমিত্রর যে গদ্যের বইগুলো বেরিয়েছে, তা ধারাবাহিকভাবে পড়লেই তার জীবন, নানারকম কাজ নিয়ে তার দর্শন সবটা পরিষ্কার হয়ে যাবে।’

বিজ্ঞাপন

এদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আর্কাইভ গড়ার কথা বলেছেন তার কন্যা পৌলমী বসু। চেনা ছবিগুলির বাইরে তাঁর অজস্র সিনেমা নিয়েও কার্যত উদাসীনই ছিলেন সৌমিত্র। তার বাচিক সৃষ্টির সম্ভারও এলোমেলো ছড়িয়ে। এই সব কিছু ছাড়াও সৌমিত্রের লেখা, আকা, নানা সময়ের ডায়েরি, সিনেমার চিত্রনাট্যের কপিতে নিজের জন্য নেওয়া ‘নোট’- সব কিছুতেই থাকতে পারে ইতিহাসের উপাদান। সৌমিত্র চট্টোপাধ্যায় যে মূর্তিমান ইতিহাসের একটি অধ্যায়- সেটা বুঝেই সুবিন্যস্ত আর্কাইভের দরকার বলে পৌলমীর অভিমত। তিনি বলেন, ‘বাবার সব কাজ যেখানে সহজে পাওয়া যাবে, এমন আর্কাইভের বিষয়টা বেশ কিছু দিন ধরেই মাথায় ঘুরছে। খুব শীঘ্রই পরিকল্পনাটা গুছিয়ে ফেলব।’

কলকাতা বইমেলা পৌলমী বসু সৌমিত্র আর্কাইভ সৌমিত্র চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর